আমরা মনে করি, কেউ কেউ বোধহয় প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য, তদেরকে ছাড়া একেবারেই চলবে না।
অপর দিকে অনেক ম্যানেজার বোকার মত তাদের কোম্পানির জন্য নিজেদেরকে অপরিহার্য মনে করেন।

কিন্তু এই ধারণা সম্পুর্ণ ভুল।

অনেক অপরিহার্য লোক এখন কবরে শুয়ে আছে, কিন্তু পৃথিবী তাদের জন্য থেমে নেই।

তাহলে প্রশ্ন হচ্ছেঃ

ব্যবস্থাপক হিসেবে আপনার করণীয় কি?


উত্তর জানতে পরবর্তী ব্লগ, “ব্যক্তি নয়, বরং S…” পড়ুন এখানে।