“… তিনি আবার জিজ্ঞাসা করলেন – এই যুদ্ধরত সেনাদল আর তাদের অস্ত্রের আক্রমণ অতিক্রম করে অন্য কিছু দেখতে পাও, বৈশম্পায়ন?
বৈশম্পায়ন – গুরুদেব, দেখছি উল্লাস, মৃত্যুর উল্লাস।
ব্যাসদেব বললেন – আমি দেখছি ঘৃণা, মৃত্যুর অধিক ঘৃণা ! ক্রোধ ভয়ংকর হলে মৃত্য অবধি অতিক্রম করতে পারে, তার বেশী নয়। মৃত্যু ভয়ংকর হলে ছিন্ন-ভিন্ন করতে পারে দেহ, তার বেশী নয়। কিন্তু ঘৃণা ভয়ংকর হলে আক্রমণ করে জীবন, কলুষিত করে মৃত্যু, অতিক্রম করে ভবিষ্যৎ! ঘৃণা মৃত্যুর অধিক ভয়ংকর!”
ঘৃণা মৃত্যুর অধিক ভয়ংকর!
Reference
উপন্যাসঃ ব্যাস
লেখকঃ শাহ্যাদ ফিরদাউস
প্রকাশকঃ ভাষাচিত্র
ISBN: 9789849015369
You must log in to post a comment.