আপনার মেজাজ খিটিখিটে? প্রায়ই মেজাজ চড়ে যায়? ঘরে প্রায়ই ঝগড়া হয়?

এর কারন সব-সময় এমন নয় যে – আপনি ঝগড়াটে, হিংসুটে কিংবা বদমেজাজি। সম্ভবত একটা কারন হচ্ছে – আপনার ঘর-দোর অগোছালো।

জানি, আমার কথাটা বিশ্বাস করতে কষ্ট হবে। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। একনাগাড়ে তিন মাস আপনি আপনার ঘর-দোর যাচ্ছেতাই অগোছালো করে রাখুন। দেখুন কি হয়?আমাকে থ্যাংকস পরে দিলেও চলবে। কিন্তু দেরীতে হলেও থ্যাংকস দিতে কৃপণতা করবেন না।