যদি সুখ প্রত্যাশা করে থাক, তবে সুখ দান কর।
যখনই কারো সাথে দেখা হয়, তাকে কিছু দান কর। দান করা মানে এই নয় যে সেটা অর্থ মূল্যে কিছু হতে হবে। এই দান হতে পারে একটা ফুল, প্রেরণা জাগায় এমন কোন কথা কিংবা স্রষ্টার কাছে কোন শুভ কামনা। প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ দান গুলো অর্থ মূল্যে পরিমাপ করা যায় না। স্নেহ, বাৎসল্য, প্রেরণা এই দান গুলো অপরিমেয়, অমূল্য।
নীরবে দান করে যাও – শুভ কামনা, হাসি-আনন্দ, সুখ, সমৃদ্ধি, ভালবাসা।
জেনে রেখো – প্রতিটা বীজের মধ্যেই একটা পূর্ণ বাগানের সম্ভাবনা থাকে।
যদি আজ ভালবাসার বীজ দান করে যাও, তবে কে জানে – হয়ত কালের যাত্রায় সেই বীজ থেকেই রচিত হবে ভালবাসার নন্দ কানন।
Like this:
Like Loading...
Related
You must log in to post a comment.