সিদ্ধান্তহীনতায় ভুগে কষ্ট পাওয়ার চাইতে একটু খারাপ সিদ্ধান্ত নেওয়া অপেক্ষাকৃত ভাল।
কখনও-কখনও আমরা কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতস্তত বোধ করি। “আমি যদি ব্যর্থ হই”, “যদি আমার সিদ্ধান্ত ভুল হয়” – এই ধরনের ভয় আমাদেরকে মানসিক ভাবে পক্ষাঘাতগ্রস্থ করে তোলে।
কিন্তু, বাস্তবতা হচ্ছে – প্রতিটা সিদ্ধান্তেরই কিছু ভাল এবং কিছু ভয়ের দিক আছে। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন তত ভয়ের কিছু ঘটার এবং সেই সাথে তত ভাল কিছু ঘটার সম্ভাবনাও বেশী।
সুতরাং আমার পরমর্শ হলো – ভয়কে স্বীকার করুন এবং যে কোনও একটা সিদ্ধান্ত নিয়ে নিন।
সিদ্ধান্তহীনতায় ঝুলে থাকার চাইতে একটু খারাপ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া অপেক্ষাকৃত বেশী ভাল।
– সজল
Comments
You must log in to post a comment.