প্রিয় টগবগে তরুণ প্রজন্ম
শুভেচ্ছা নিবেন।
আমি জানি আপনারা অনেকেই করোনাভাইরাস কে ভয় পান না। তাই আপনারা অবাধে চলাফেরা করছেন। মিছিল, মিটিং, জনসভা, হাট-বাজার, খেলার মাঠ, ভীড়, জনসমাগম কোথায়ও আপনাদের বীরদর্প পদচারনার কমতি নেই।

এখন আপনাদের বীরত্বের বয়স, তাই সেটা দেখিয়ে বেড়াচ্ছেন।

কিন্তু খেয়াল রাখবেন, আপনার বীরত্বের মূল্য যেন কোন বয়স্ক মানুষকে দিতে না হয়।

আপনার জ্ঞাতার্থে কিছু কথা বলে রাখি – বয়স্ক মানুষদের জন্য করোনাভাইরাস এক মৃত্যু দূতের নাম।

আপনার বীর দর্প চলাফেরার জন্য যদি তাদের কেউ আক্রান্ত হয়, তবে সম্ভবত মৃত্যুর মধ্য দিয়ে সেই বয়স্ক মানুষটা আপনার বীরত্বের মূল্য পরিশোধ করে যাবে।

এই মৃত্যুর জন্য, জ্ঞাতে কিংবা অজ্ঞাতে দায়ী থাকবেন আপনি। আপনার অতি সাহসী বেয়াড়া চলাফেরা।

দয়া করে সচেতন হোন।
ভুলে যাবেন না, তারুণ্য একটি সাময়িক অবস্থা মাত্র।
আজকের তরুণ, আগামী দিনের বৃদ্ধ।

Please act responsibly.
Please take care of the elder.

ভাল থাকুন, ভাল রাখুন।

 

—-
Sajal Kanti Ghosh
MPH, Queensland University of Technology, Australia
MBA & BBA, Jagannath University, Bangladesh

—-
Reference:
Centers for Disease Control and Prevention (CDC). 2020. “Coronavirus Disease 2019 (COVID-19) : People who are at higher risk for severe illness” Accessed March 26,2020. https://www.cdc.gov/…/specific-g…/people-at-higher-risk.html


in categories

Stay current with advanced knowledge, professional skills, and industry insights. Sign up for our newsletter and never miss a thing.

%d bloggers like this: