Don’t panic, RELAX

-: আতংকিত নয় বরং আয়েশ করুন :-

করোনা ভাইরাস নিয়ে আতংকিত হবেন না। ভেবে বসবেন না যে – আজরাইল 👻আপনার এলাকায় এসে চা খাচ্ছে ☕️। চা খাওয়া শেষেই আপনার পালা 😳

আপনি বরং, আয়েশ করুন 🤣

বিষয়টা তবে একটু ব্যাখ্যা করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য এবং অন্যান্য বিশেষজ্ঞদের সর্বশেষ [1, 2] তথ্য ও হিসাব অনুযায়ী, করোনা ভাইরাস এর কেইস ফ্যাটালিটি রেইট প্রায় ২%। রিপোর্ট এর বক্তব্য অনুযায়ী –

“It is estimated that about 2% of people who have caught the coronavirus have died from it, and that they generally come from already-vulnerable groups such as older people or people with other severe illnesses” [2]।

সোজা বাংলায় যার মর্ম দাঁড়ায় – সম্প্রতি করোনাভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্য থেকে কেবল মাত্র ২% মারা গিয়েছেন। অর্থাৎ – বাদ-বাকী ৯৮% রোগী সুস্থ্য হয়ে ঘরে ফিরে আয়েশ করছেন 🤣

আরো মজার বিষয় হচ্ছে – মৃত এই ২% এর মধ্যে অধিকংশ রোগীই ছিলেন বৃদ্ধ, এবং ইতোমধ্যেই আরো অনেক জটিল রোগে আক্রান্ত।

সুতরাং, দুঃশ্চিন্তা না করে আয়েশ করুন।

অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন, এবং পরামর্শ মেনে চলুন। করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অনুসরণ করুন।

Reference:

[1] Schacht, Kira. 2020. “Why coronavirus fears are disproportionate compared with other health risks”. Accessed February 18, 2020. https://www.dw.com/…/why-coronavirus-fears-are-…/a-52281566/
[2] Data until February 14, 2020


in categories

,

Stay current with advanced knowledge, professional skills, and industry insights. Sign up for our newsletter and never miss a thing.

%d bloggers like this: