রবিনসন্স ক্রুশো কিংবা আমার বন্ধু পাগলা জগাই এর মত একেবারে মাঝ দরিয়ায় ঝাঁপ দেয়ার অসীম সাহস আমার এখনো হয়ে উঠেনি। তবে হয়ে যাবে।
স্বপ্ন যদি মানুষকে বাঁচিয়ে রাখার রসদ যুগিয়ে থাকে তবে আমার স্বপ্ন তো – একদিন সাগর তলে ডুব দিব, রংবেরঙের মাছ দেখব। এরপর সাগরের জলে ভেসে বেড়াব নৌকা নিয়ে। ক্যাপ্টেন নিমো কিংবা গল্পের কিশোর পাশার মত নাবিক না হতে পারি, নিদেন পক্ষে মাঝি-মাল্লা হব।
আর যদি সাগরে যেতে নাই বা পারি তবে ডাকাতিয়া নদীতে ভেসে যাব নৌকা নিয়ে। আমাদের চাঁদপুরের এদিকটাতে একদল বেদে সম্প্রদায় আছে। ভেবে রেখেছি – কোন এক মাসে পুরো এক সপ্তাহ নৌকা নিয়ে জলের উপর সংসার করব।উপন্যাসের হোসেন মাঝির ময়না দ্বীপ যদি সত্যিই থাকত তবে বাঘ-সিঙ্ঘি বোঝাই সেই ময়না দ্বীপেই দুই-রাত কাটিয়ে দিতাম। আচ্ছা এমন যদি হয় – ময়না দ্বীপের বাঘ-সিঙ্ঘিরা আমাকে আচ্ছা ক্যালানি দিয়ে মারাত্বক জখম করে দিয়েছে? আর আমি কোনরকমে দৌড় দিয়ে প্রাণ বাঁচিয়ে ফিরেছি।এরপর আমার সাগরেদরা আমাকে হাসপাতালে নিয়ে এসেছে ব্রোকেন পার্টস মেরামতের জন্য। হাসপাতালের বেডে কোন এক সুন্দরী নার্স আমার সেবা-শুশ্রূষা করবে।
এর পর, জ্ঞান ফিরে এলে আমি মুগ্ধ নয়নে ঐ নার্সকে বলব – I love you, sister 😂
#Life_in_Australia #School_of_life