একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল।

‘আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই’, মুরগিটি আফসোস করল।

উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পার, এতে অনেক পুষ্টি আছে।’

কথামতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং তারপরই দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল।

দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল।

অবশেষে চার দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো।

কিন্তু খামারের মালিক যখন দেখলেন, মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন।

নীতি শিক্ষা:

ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে,
কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না।

নীতি সিদ্ধান্তঃ

ফাঁকা বুলি নয়, বরং
টেকসই আত্মউন্নয়নে মনোযোগ দিন।


সাবস্ক্রাইব করুন

এইরকম আরো ব্লগ পড়তে নিচে আপনার ইমেইল লিখে “সাবস্ক্রাইব” করুন। এর পর আপনার ইমেইলের ইনবক্সে গিয়ে “Confirm your subscription for Sajal Kanti Ghosh” লিখা ইমেলটি খুলুন। এর পর “Confirm Now” বাটনে ক্লিক করে সাবস্ক্রিপশন নিশ্চিত করুন।

ব্যাস, হয়ে গেল।
পরবর্তীতে ব্লগ গুলো সরাসরি আপনার ইমেইলে চলে যাবে।

Join 10 other subscribers

in categories

,

Stay current with advanced knowledge, professional skills, and industry insights. Sign up for our newsletter and never miss a thing.

%d bloggers like this: